বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Army Job Circular 2022 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য পদে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা সেনাবাহিনী জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

সেনাবাহিনী নিয়োগ ২০২২, বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক ও সৈনিক পদসহ আর্মির সকল নিয়োগের আপডেট সার্কুলার এখানে সবার আগে প্রকাশিত হয়। তাই সবার আগে সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

 • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী/আর্মি
 • অফিসিয়াল সাইটঃ https://www.army.mil.bd
 • আবেদনযোগ্য জেলাঃ সব জেলা
 • চাকরির ধরনঃ সরকারি ডিফেন্স
 • পদের সংখ্যাঃ ৮৪০ জন
 • বয়সের সীমাঃ ১৮-৩০ বছর
 • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/বিএসসি/স্নাতক
 • আবেদনের শেষ সময়ঃ ২৯-১০-২০২২ ইং
 • আবেদনের করা যাবেঃ অনলাইনে
 • আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন

সেনাবাহিনী নিয়োগ ২০২২

সেনাবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আর্মড ফোর্সেস নার্সিং কোর্সে মহিলা নিয়োগ প্রদান করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার

পদের নামঃ জুনিয়র কমিশন্ড অফিসার
শিক্ষাগত যোগ্যতাঃ বিএ/স্নাতক/বিএসসি/বিকম

সেনাবাহিনী নিয়োগ সার্কুলার

পদের নামঃ ৯০ তম বিএমএ (সেকেন্ড লেফটেন্যান্ট) (পুরুষ/মহিলা)
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার

আবেদনের ঠিকানাঃ নিম্ন সাক্ষরকারী তথা কন্ট্রোলার অব সিভিলিয়ান পার্সোনেল, সেনাসদর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর বরাবর কোন আবেদনপত্র গ্রহণ যোগ্য নয়। অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।

 সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার

সতর্কীকরণ নোটিশঃ সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্ক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্তাবধানে সম্পন্ন হয় এবং নির্বচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য তারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন । কেউ আর্থিক লেনদেনসহ কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটছ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদঘাটিত হলে চাকুরীর যেকোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থাসহ বরখাস্ত করা হবে।

আবেদন ফরম

বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম ২০২২ এর নমুনা এখানে দেয়া হল। প্রয়োজনে সংগ্রহ করে রাখতে পারেন। উপরের PDF ফাইলেও পাবেন। সেনাবাহিনীতে আবেদনের নিয়ম বিস্তারিত নিচে দেখে নিন।

বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম ২০২২
বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম

এখনি দেখুন-

Bangladesh Army Job Circular 2022

প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত (অত্র বিজ্ঞপ্তির শেষে প্রদত্ত নমুনা ফরম) ফরম অনুযায়ী নিজ স্থাক্ষর পূর্বক আবেদন করতে হবে । প্রার্থীদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় উল্লেখসহ নাগরিকত্বের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে । এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে ।

বিভাগীয় প্রার্থী কিংবা সশস্ত্র বাহিনী হতে অবসর প্রাপ্ত সদস্যগণ নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করতে পারবেনঃ

বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যিনি স্হায়ী ভিত্তিতে অথবা স্থানাপন্য হিসেবে অন্তত পক্ষে দুই বৎসর একই প্রকৃতির চাকুরীর পদ বা পদ সমুহে অধিষ্ঠিত বা নিয়োজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপিত পদে পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের জন্য যোগ্য ৷ তবে এ ক্ষেত্রে উক্ত পদের উচ্চতর বয়সসীমা হতে সবেচ্চি ০৫ (পাঁচ) বছর বয়স শিথিল করা যাবে ।

তবে তিনি উক্ত বেসামরিক পদের অবসরের জন্য নির্ধারিত বয়সে উপনীত হলে, সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না
কিংবা নিয়োগ প্রাপ্ত হলেও উক্ত অবসরযোগ্য বয়সে উপনীত হলে আর উক্ত বেসামরিক পদে বহাল থাকবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়
শাখা (বিধি-১) পত্র নং ইডি/আর-১/এস-৪৫/৮৩-৪২৫-(১০০) তারিখ ২৮ নভেম্বর ১৯৮৪ অনুযায়ী সশস্পত্র বাহিনী হতে অবসর বা
অব্যাহতি প্রাপ্ত কোন নন-কমিশত্ড অফিসারকে বেসামরিক পদে নিয়োগের ক্ষেত্রে তিনি যতদিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন সর্বোচ্চ
ততদিনের জন্য বয়সসীমা শিথিল করা যাবে ।

এসএএসআই, কম্পাউন্ডার, অফিস করণিক, ভিউয়ার, ষ্টোরম্যান, সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার, হেড মেকানিক,
সিকিউরিটি সুপারভাইজার এবং নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সেনাসদস্যদের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়সসীমা শিথিল যোগ্য ।

প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে । জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রশিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে ।

২৮ জুন ২০২২ তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ হতে ৩০ বৎসর বয়সসীমার মধ্যে থাকতে হবে । মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সবেচ্চি ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য । বয়সের ক্ষেত্রে কোন গ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ২০০/- (দুইশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরৎযোগ্য) এবং প্রার্থীর বর্তমান ঠিকানা (যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশ পত্র প্রেরণ করা হবে) সম্বলিত একটি ফেরত খাম (দশ টাকার ডাক টিকিটসহ) সংযুক্ত করতে হবে । ডাক যোগাযোগের ঠিকানায় পোষ্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে ।

উল্লেখিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল ধরনের কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হবে।

মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটায় চাকুরি প্রার্থীকে আবেদন পত্রের সাথে কোটার স্বপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত প্রমাণাদি প্রেরণ করতে হবে ।

সরকারী, আধা-সরকারী ও স্থায়তব-শাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদেরকে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

খামের উপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে । অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে । যে কোন আবেদনপত্র বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কারিগরী পদে নিয়োগের ক্ষেত্রে “ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট (টিটিটিআই)”, গাজীপুর হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে ।

মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগত্যার মুল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউসিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী কোন প্রকার ভাতা পাবেন না।

বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২ এ উল্লেখিত অস্থায়ী পদ সমূহে নিয়োগ এবং পরবর্তীতে স্থায়ী করণের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
মন্ত্রীপরিষদ বিভাগ স্বারক নং মপবি/কঃবিঃশাঃ/কপগ-১১/২০০১-১১১ তারিখ ০৩ মে ২০০৩ এর নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

আপনি কি সেনাবাহিনী-এ চাকরি করতে চান পেতে হবে। আপনি যদি প্রতিদিনের সকল নতুন চাকরির নিয়োগ সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে আমাদের সাইটে (https://govjobscircular.com) নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আপনার আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে।

23 thoughts on “বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার”

  • আমি জয়েন করতে চাই। আমি কারিগরিশিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২০ সালে এসএসসি পাস করি।

   Reply
  • আস্-সালামুআলাইকুম
   আমার নাম পারভেজ মোশাররফ।
   আমি সদ্য এস এস সি পরিক্ষায় উত্তির্ণ হয়েছি (২০২১)।
   আমার উচ্যোতা ৫.৬ এবং বডি প্রহরতা ৩৬
   আমার ( বি এম আই ) নরমাল।
   আমার SSC Result 3.75
   আমি দেশের বেকারত্বে ধাবিত না হয়ে দশের জন্য মানব সম্পদে রুপান্তর হতে চায়। আমাকে সুযোগ দেওয়া হলে আমি আমার সর্বচ্চো চেষ্টা করবো এবং সফলতা ছাড়া পিছু হাটবো না ইনসাহ্ আল্লাহ।

   Reply
 1. সেনাবাহিনীর/আর্মি সর্কুলার বছরে কয়বার দেওয়া হয়।
  যদি দুইবার দেওয়া হয় তাহলে কখন কখন দেওয়া হয়।

  Reply
 2. আজ ৩০ শে জুন,আবেদনের শেষ তারিখ চলে গেছে,আমি সেনাবাহিনী তে অংশগ্রহণ করতে ইচ্ছুক। জ্ঞাত কেও অনুগ্রহ করে আমার করনীয় অথবা সম্ভবাবনা কতটুকু জানাবেন।

  Reply
 3. ৩০ জুন আবেদনের শেষ তারিখ।
  তা আমি জানতাম না। আমার ছোটো বেলা থেকে আশা আমি সেনা হবো ।

  Reply
   • ভাইয়া আমি ssc তে জিপিএ 4.89 পেয়েছি আমি কি আবেদন করতে পারবো

    Reply
    • আবেদন করলে আবেদন গ্রহনযোগ্য হবে,কিন্তু মাঠে আপনাকে শনাক্ত করে প্রথমেই বাতিলের তালিকায় যুক্ত করবে।
     ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি

     Reply
 4. আমি দেশের একজন গর্ভিত সৌনিক হতে চাই,,আমি দেশের জনগনের সেবায় নিয়োজিত থাকতে চাই

  Reply

Leave a Comment