পরিকল্পনা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পরিকল্পনা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “কার্ষক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালিকরণ (এসভিবিএম) (১ম সংশোধিত) প্রকল্প শীর্ষক প্রকল্পের নিয়ে বর্ণিত শৃন্যপদসমূহ প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জন প্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের ঠিকানাঃ আবেদনপত্র আগামী ১১/০১/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রকল্প পরিচালক, “কার্ষক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালিকরণ (এসডিবিএম) প্রকল্প”, ভবন-৭, কক্ষ নং-৩৪, পরিকল্পনা কমিশন, শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭ এর বরাবর ডাকযোগ/ কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পাঠাতে হবে।