সরাসরি সাক্ষাতকারে ৫০০ জন সেলস অফিসার নিয়োগ দিবে যমুনা গ্রুপ। দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড এর উৎপাদন সামগ্রী ইলেক্ট্রনিক্স, ইলেকটিক্যাল এবং স্মল-এপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য নিম্ন বর্ণিত পদে দক্ষ ,অভিজ্ঞ/ অনভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে।
যমুনা গ্রুপ নিয়োগ ২০২২ সার্কুলার
সাক্ষাতকারের নিয়ম ও সময়ঃ যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকুরীর আবেদনপত্র, পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০২(দুই) কপি রডিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র মুলকপি), প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি) সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ আগামী ১৪ নভেম্বর ২০২২ হতে ২১ নভেম্বর ২০২২ যে কোন দিন (শুক্রবার ব্যতীত) সকাল ০৯ টা হতে বিকাল ০৫ টা উপরোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা হলো।

সরাসরি সাক্ষাতের ঠিকানাঃ উপ-মহাব্যবস্থাপক মানবসম্পদ ও প্রশাসন) যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক- ২৪৪, কর্পোরেট অফিস,লেভেল-৬, কুড়িল, প্রগতি স্বরণী, বারিধারা, ঢাকা।
আবেদনপত্র কি নিজের হাতে লিখে আনতে হবে????
স্যার সার্টিফিকেট জরুরি না।প্রয়োজন অভিজ্ঞতা। সার্টিফিকেট ছাড়াও অনেকেই আছে জীবন ধারণক্ষমতা টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেস্টা করে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে মার্কটিং টিকিয়ে রাখতে।
আমার একটা চাকরি হলে ভালো হয়
আমার শিক্ষাগত অভিজ্ঞতা HSC পাস
উচ্চাতা 5 ফুট 5 ইঞ্চি নাম রুবেল ইসলাম
স্যার,আমি ইলেট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা ইন্জিয়ারিং করছি। এখনো সার্টিফিকেট পাইনি। আমি কি আবেদন করতে পারবো।
how to apply this job??
আসসালামু আলাইকুম ভাইজান। আশাবাদী যে আল্লাহর রহমতে ভাল আছেন।
পর সমাচার এই যে, এই মূল্যস্ফীতির নাজুক পরিস্থিতিতে আমার স্বল্প বেতনে পরিবার তেমন চলছে না তাছাড়া আমার পড়াশোনাও শেষ হওয়ায় এখন শুধু ভাল একটা চাকরির প্রতি আমার সব মনোনিবেশ। এছাড়া জীবনে উন্নতিও দরকার আছে। তাই আপনাকে ব্যাপারটা ব্যক্তিগতভাবে বলছি, আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দিলে খুবই উপকৃত হবো।
আমি কানে কম শুনতে পারি বা কথা কম বলতে পারি তাতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি সব কাজ করতে পারবো। আমি আশা করি আপনি আমাকে একটি সুযোগ দিবেন এবং প্রতিবন্ধী মানুষেরাও যে সমাজের বোঝা নয় বরং সুযোগ পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে সেটা প্রত্যক্ষ করবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম