বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

3.4/5 - (9 votes)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Border Guard Bangladesh (BGB) Job Circular 2023: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০০তম ব্যাচ-এর সার্কুলার-এ সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বা নিয়োগ দেয়া হবে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অসংখ্য জনকে নিয়োগ দেবে। এসএমএসের (SMS) মাধ্যমে রেজিস্ট্রেশন/আবেদন প্রক্রিয়া শুরু/শেষ হবেঃ ২২-০১-২০২৩ তারিখ থেকে ৩১-০১-২০২৩ তারিখ পর্যন্ত।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
  • অফিসিয়াল সাইটঃ http://bgb.gov.bd
  • আবেদনযোগ্য জেলাঃ সব জেলা
  • চাকরির ধরনঃ সরকারি ডিফেন্স
  • খালিপদঃ সিপাহী পদে ৩০০০ জন
  • বয়সসীমাঃ ১৮-৩০ বছর
  • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি
  • আবেদনের শেষ সময়ঃ ৩১-০১-২০২৩ ইং
  • আবেদনের করা যাবেঃ এসএমএস (SMS)
  • আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ ২০২৩

বিজিবি নিয়োগ ২০২৩ সার্কুলার-এর সকল বিস্তারিত দেখুন-

শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি ও এইচএসসি
ওজনঃ ৪৯.৮৯ কেজি (পুরুষ), ৪৭.১ কেজি (মহিলা)
উচ্চতাঃ৫ ফুট ৬ ইঞ্চি (পুরুষ), ৫ ফুট ৪ ইঞ্চি (মহিলা)
বয়সসীমাঃ০২-০৭-২০২২ ইং তারিখে ১৮-২৩ বছর
জাতীয়তাঃবাংলাদেশী
বৈবাহিক অবস্থাঃঅবিবাহিত

আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।

BGB <Space> Trade Code <space> SSC/JSC Board Code <space> JSC/SSC roll <space> Passing Year <space> Home District Code <space> Upazila Name <space> Freedom Fighter Code – Send to 16222

মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে M (Freedom fighter code), আর মুক্তিযুদ্ধের সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান না হলে N দিতে হবে। রেজিস্ট্রেশন করার পর ফি প্রদান করা হলে আবেদন চূড়ান্ত বলে গৃহীত হবে।

অপেক্ষা করুন-জুম করে দেখুনঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি

এখনি দেখুন-

Border Guard Bangladesh (BGB) Job Circular 2023

ভর্তির সময় অবশ্যই যা যা সাথে আনতে হবে

  • শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি
  • ১১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র মূলকপি এবং ফটোকপি
  • জাতীয় পরিচয় পত্রের মূল কপি সত্যায়িত ফটোকপি
  • নাগরিকত্ব সনদপত্র
  • চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বিবাহিত অবিবাহিত সনদপত্র

আবেদন ফি বাবদ প্রার্থীকে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে সর্বমোট ১৬০ টাকা প্রদান করতে হবে। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার সময়, স্থান ও তারিখ এসেমেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Similar Posts

49 Comments

      1. আমিও বি জি বি তে নিয়োগ দিতে চাই আমার কি কি করনীয়

      2. ভোটার কার্ড ছাড়া কি এপ্লাই করা যাবে জন্ম সনদ দিয়ে

      3. আমি প্লাম্বিং এর কজ যানি আমি কাজ করতে চাই ০১৯১০০৫৪৮২৭

  1. এসএসসি তে ৩.৫৬ পাইছি জব করতে পারবো কি হেল্প করেন

      1. বয়স এক জায়গায় লেখা 31.03.2022 এর মধ্যে 18-30 বছর আরেক জায়গায় ৩১-০৩-২০২৩ এর মধ্যে ১৮-৩০ বছর লেখা
        সঠিক কোনটা একটু বলবেন

      2. আমি ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিছি।২৮ এ নভেম্বর রেজাল্ট আসছে।আমি কি আবেদন করতে পারবো???

  2. আমার হাইট ৫.৪ আমি কি আবেদন করতে পারব

  3. বাবুচি চাকুরি করতে চাই
    লেখাপড়া আছে,এসএসএসিতে জিপিএ ৪.০৪ পাইছি
    সেবা করতে চাই,দক্ষতাকে কাজে লাগিয়ে.
    মোবাইল নাম্বারঃ ০১৭৮২২৬১৪৪৯

  4. আমার পয়েন্ট ২.৬৭ আমি কি এপ্লাই করতে পারবো..!!

  5. আমি,২০১৪সালে এস,এসি পাস করছি২০১৭সালে এইছ,এসি আমি আনসারের প্রশিক্ষন পাপ্ত২০১৭সালে আমি বডার গাডের সিপাহি পদে চাকরি করতে চাই,যদি দয়া করে আপনারা সুয়োগ করে দেন,আমি অসহায় দরিদ্র

  6. আমি,২০১৪সালে এস,এসি পাস করছি২০১৭সালে এইছ,এসি আমি আনসারের প্রশিক্ষন পাপ্ত২০১৭সালে আমি বডার গাডের সিপাহি পদে চাকরি করতে চাই,যদি দয়া করে আপনারা সুয়োগ করে দেন,আমি অসহায় দরিদ্র 01317391740

  7. আমার SSC রেজাল্ট 4.00
    HSC রেজাল্ট ৩.০ আমি কি আবেদন করতে পারবো???

  8. স্যার আমার বয়স ১৭ বছর ৬ মাস আমি ssc পাশ। আমি আবেদন করতে পারব।

  9. স্যার আমার বয়স ১৭ বছর ৬ মাস আমি ssc পাশ। আমি আবেদন করতে পারব।

  10. আমার নাম ফেরদৌস আমি এসএসসি তে ৪.৬৭ পেয়েছি আমি জব করতে চাই আমার হাইট ৫” ৬আমি জব করতে পরব সার..

  11. আমার নাম ফেরদৌস এসএসসি পয়েন্ট ৪.৬৭ উচ্চতা ৫.৬” আমি জব করতে পারব কি সার

  12. আবেদন ফি কতো??
    আমি এসএসসি পাস কোনটাতে আবেদন করা ভালো হয়,,,,,বুঝতাছি না।।

  13. আসসালামু আলাইকুম ।আমি এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছি।আমি আবেদন করতে পারবো তো স্যার

  14. স্যার আমি ২০২১ সালে ssc পাস করছি ৩.১৭ Gp আর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি আমি কি আবেদন করতে পাবো আর আমার ওজন ৫৫ কেজি

  15. স্যার আমি এসএসসি পাশ, উচ্চতা 5.10 ইঞ্চি , আমার বয়স ১৮ আমি সেনাবাহিনীত যোগ দিতে চাই আমার আশা কি পুরণ হবে বুজে উঠতে পারছিনা ।

  16. স্যার আমি এসএসসি পাশ, উচ্চতা 5.10 ইঞ্চি , আমার বয়স ১৮ আমি সেনাবাহিনীত যোগ দিতে চাই আমার আশা কি পুরণ হবে বুজে উঠতে পারছিনা । আমার GPA 3.67।

  17. এসএসসি তে ২.৮৩ পাইছি জব করতে পারবো কি হেল্প করেন

  18. স্যার ১৫ নম্বর এর ইলেকষ্ট্রেশিয়ান এর,
    অন্যান্য যোজ্ঞতা বলছে খ, নম্বরে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সনদ লাগবে, সনদ ছাড়া কি হবে না? প্লিজ জানাবেন🙏

  19. আমার বয়স ১৯, Scc তে ৪.৫, ওজন ৪২ উচ্ছতা ৫.৬” আবেদন করতে পারব?

  20. স্যার আমার বয়স ২০ বছর ওজন ৬০ কেজি লম্বা ৫.৬ ইন্চি

  21. স্যার আমি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ দিতে চাই প্লিজ হেল্প স্যার 🙏
    আমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি ২০২০
    GPA:- 4.36 আমার জন্ম ২৫/১২/২০০৪.
    উচ্চতা ৫.৬”
    বর্তমানে আমি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
    তে কম্পিউটার ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বে স্টুডেন্ট । প্লিজ হেল্প স্যার 🙏🙏

  22. আমার ২ হাঁটু মিসে যায় _ আমাকে কি বাদ দিয়ে দেওয়া হবে?

  23. স‍্যার ২০২৩ এর বিজিবির ১০০তম ব‍্যাচ এ আবেদন করেছি তো আমাদের মাঠ কবে নাগাদ হতে পারে বলবেন একটু প্লিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *