বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Rate this post

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বের হয়েছে। সম্প্রতি বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ৮৩টি পদে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বন সংরক্ষকের কার্যালয় জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির ধরনঃ সরকারি স্থায়ী
  • আবেদনযোগ্য জেলাঃ উল্লেখিত জেলা
  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বন সংরক্ষকের কার্যালয়
  • খালিপদঃ ২টি
  • পদের সংখ্যাঃ ৮৩ জন
  • বয়সসীমাঃ ১৮-৩০ বছর
  • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক
  • আবেদনের শেষ সময়ঃ ২০-১১-২০২২
  • আবেদনের করা যাবেঃ অনলাইনে
  • আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জাওতাধীন বন অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভূৃক্ত উল্লেখিত জেলার (তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন) নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নামঃ ফরেস্ট গার্ড
পদ সংখ্যাঃ ৭৫ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৭
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী। উচ্চতা- ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ- ৭৬ সেন্টিমিটার হতে হবে।

২। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৮ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ এসএসসি পাশ।

আবেদনের নিয়ম ও ঠিকানাঃ অনলাইনে আবেদন করতে বন সংরক্ষকের কার্যালয়-এর আবেদনের ওয়েবসাইটে (bfdctg.teletalk.com.bd) আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

বন সংরক্ষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022

১। গত ২৫/০৩/২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। সরকারি বা আধাসরকারি সংস্থার কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। প্রার্থীদের বন অধিদপ্তরের বর্মচারী নিরোগ বিধিমালা ২০১৯ অনুযায়ী লিখিত, যৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী ফথাসময়ে প্রার্থীদেরকে তাদের বর্তমান ঠিকানায়/বন সংরক্ষক, খুলনা অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

সরকারি নিদের্শনা মোতাবেক বর্তমান প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।

৫। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিচে বর্ণিত কাগজপত্রাদির মৃলকপি প্রদর্শন এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে-

  • ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদপত্র
  • খ) জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ
  • গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
  • ঘ) প্রথম শ্রেণীয় গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র

৬। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষত্র নৃ-গোষ্ঠি এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেতে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযারী উপধুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ লীতিমালা অনুযায়ী যুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পিতা মাতার/পুত্র-কন্যার পুত্র-কন্যাগপের পিতামহ/মাতামহ এক সনদপত্র মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)।

৭। আবেদনকারী মুক্তিযোদা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবংমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিবদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউল্লিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ।

৮। কর্তৃপক্ষ প্রয়োন্ধনে ষে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ.করেন। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যেকোন সময় স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।

৯। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা-কম/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন ।

১০। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ্রহুণের জন্য কোন প্রকার ভ্রমণ/দৈনিক ভাতা দেয়া হবে না।

১২। প্রার্থীত পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ।

১৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যুনতম শর্তের সাথে অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীত বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যেকোন সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৪। চাকরির আবেদন ফরম বন সংরক্ষক, খুলনা অঞ্চলের ওয়েবসাইট হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। তাছাড়া বন ভবন খুলনা হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে) আবেদনপত্র পূরণ করত: বন সংরক্ষক, খুলনা অঞ্চল, বন তবন, বয়রা, খুলনার ঠিকানায় আগামী ৩০/০৯/২০২১ তারিখ অফিস চলাকালীন পর্যন্ত ডাকযোগে/সরাসরি অবশ্যই পৌছাতে হবে । নির্ধারিত সময়ের পরে কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।

১৫। চাকরির আবেদন ফরমে চাহিত সকল তথ্য উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

১৬। চাকরির আবেদন ফরমের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ তিন) কপি রঙ্গীন ছবি এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর ৬নং ক্রমিকে উল্লেখিত সনদপত্রের সত্যায়িত কপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) সংযুক্ত করতে হবে।

১৭। আবেদন করমে স্বাক্ষরের স্থানে স্পষ্ট করে কালো কালির বলপেন দিয়ে স্বাক্ষর করতে হবে।

১৮। পরীক্ষার কি বাবদ বন সংরক্ষক, খুলনা অঞ্চল, খুলনা এর অনুকূলে ১০০ (একশত) টাকার ব্যাংক দ্রাকট/পে-অর্ভার (মুল কপি) অথবা কোড নং-৬/৪৫৩১/০০০০/৮৮৩১ খাতে ট্রেজারী/সাবট্রেজারী, বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমাকৃত ১০০ (একশত) টাকার ট্রেজারী চালান (অফেরৎযোগ্য) (মূল কপি) আবেদন ফরমের সাথে অবশ্যই দাখিল করতে হবে।

১৯। প্রার্থীকে তা৪ বর্তমান ঠিকানা সম্বলিত ১০/- টাকার ডাকটিকিটসহ ৪’১০” সাইজের ১টি ফেরত খাম আবেদনপত্রের সাথে দিতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *