বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস/বিভাগের নিচে বর্ণিত পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে।
- চাকরির ধরনঃ সরকারি
- আবেদনযোগ্য জেলাঃ সকল জেলা
- চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- ওয়েবসাইটঃ https://www.buet.ac.bd
- খালিপদঃ ৩৪টি
- পদের সংখ্যাঃ ৪৭ জন
- বয়সসীমাঃ ১৮-৩০ বছর
- আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম-স্নাতক
- আবেদনের শেষ সময়ঃ ১৩/১০/২০২১
- আবেদনের করা যাবেঃ ডাকযোগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২
১। ১২৫০০-৩০২৩০/- বেতন স্কেলে “ড্রাফটস্ম্যান” পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনষ্টিটিউট (আইএফএম)-এর ১টি স্থায়ী পদ ৫ প্রার্থীকে বি.এস.সি পাশ হইতে হইবে এবং সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান কাম ক্যাড বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে। অথবা এইচ.এস.সি পাশসহ ভোকেশনাল ইন ড্রাফটিং-এ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন এবং কোন খ্যাতিমান প্রতিষ্ঠানে ড্রাফটসম্যান পদে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে এবং তৎসহ ইত্যাদিতে দক্ষতা থাকিতে হইবে।
২। ১২৫০০-৩০২৩০/- বেতন স্কেলে “টেকনিশিয়ান” উপদেশ, প্রসারণ ও গবেষণা কার্যক্রম পরিদপ্তর (ডিএইআরএস)-এর অধীনে কেন্দ্রীয় ইন্সট্মেন্ট ওয়ার্ক শপের ৩ টি স্থায়ী পদ ৫ প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ৪ (চার) বৎসরের অভিজ্ঞতাসহ কমপক্ষে বি.এস.সি পাস হইতে হইবে এবং সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে এইচ.এস.সি ভোকেশনাল/বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাশসহ সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদী ট্রেড কোর্স সম্পন এবং কোন খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট যন্ত্রপাতি (ল্যাবঃ ইকুইপমেন্টস/ ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রপাতি/প্রজেন্টর/কম্পিউটার এক্সেসরিজ মেরামত ও ইন্সটলেশন ইত্যাদি) মেরামতের কাজে কমপক্ষে ৫ (পাচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে।
৩। ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “পি.এ” কম্পট্রোলার অফিসের ১ (এক) টি স্থায়ী পদঃ প্রার্থীকে কমপক্ষে স্নাতক ভিত্রীসহ সট্হ্যান্ড-এ বাংলায় ৫০ এবং ইংরেজীতে ৮০ শব্দ এবং কম্পিউটার কম্পোজ-এ বাংলায় ৩০ টি ও ইংরেজীতে 8৫ টি শব্দ এর গতি সম্পন্ন এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা থাকিতে হইবে। গোপনীয়ভাবে অফিসের কাজকর্ম করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা যাইতে পারে।
৪। ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “উচ্চমান সহকারী” ইনষ্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজী (আই.এ.টি)-এর ১টি স্থায়ী পদ। প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতা থাকিতে হইবে।
৫। ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “লাইব্রেরী সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী” (ক) ইনষ্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজী (আই.এ.টি)-এর ১টি স্থায়ী পদ এবং (খ) গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ- এর ১ (এক) টি স্থায়ী পদঃ প্রার্থীকে স্নাতক ডিগ্রী এবং কোন অনুমোদিত প্রতিষ্ঠান হইতে গ্রস্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমাধারী হইতে হইবে। কম্পিউটারে দক্ষতা থাকিতে হইবে।
৬। ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “ল্যাব ইনসট্রাক্টর-কাম-স্টোর কীপার” (ক) পদার্থ বিজ্ঞান বিভাগের ১ (এক) টি স্থায়ী পদ (খ) কেমিকৌশল বিভাগের ১ (এক) টি স্থায়ী পদ এবং (গ) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১ (এক) টি স্থায়ী পদঃ প্রার্থীকে বি.এস.সি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত এবং কমপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে অথবা এইচ.এস.সি ভোকেশনাল/বিজ্ঞান বিভাগে পাসসহ সংশ্লিষ্ট লাইনে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
৭। ১১০০০-২৬৫৯০/- বেতন স্কেলে “ডাটা এন্ট্রি অপারেটর” আইআইসিটি-এর ১টি স্থায়ী পদ প্রার্থীকে স্নাতক ডিগ্রিসহ প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হইবে। সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
৮। ৯৭০০-২৩৪৯০/- বেতন স্কেলে “ড্রাইভার (ভারী লাইসেন্স)” উপদেশ, প্রসারণ ও গবেষণা কার্যক্রম পরিদপ্তর (ডিএইআরএস)-এর অধীনে অটোমোবাইল শপের ২টি স্থায়ী পদ প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশসহ ভারী গাড়ী চালানোর লাইসেন্সধারী হইতে হইবে এবং গাড়ী মেরামতের কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
৯। ৯৩০০-২২৪৯০/- বেতন স্কেলে “এল-ডি.এ-কাম কম্পিউটার অপারেটর” (ক) আইআইসিটি-এর ১টি স্থায়ী পদ এবং (খ) কেন্দ্রীয় লাইব্রেরী-এর ১ (এক) টি স্থায়ী পদ ৪ প্রার্থীকে অবশ্যই এইচ.এস.সি সমমানের পরীক্ষায় পাশসহ কমপক্ষে প্রতি মিনিটে বাংলায় ২৫টি এবং ইংরেজীতে ৩৫টি শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হইতে হইবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতাসম্পন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।
১০। ৯৩০০-২২৪৯০/- বেতন স্কেলে “হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর” আই.পি.ই বিভাগের ১টি স্থায়ী পদ কমপক্ষে এইচ.এস.সি সমমানের (বাণিজ্য হইলে অগ্রাধিকার) পরীক্ষায় পাশ এবং টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫টি এবং ইংরেজীতে ৩৫ টি শব্দ কম্পিউটারে কম্পোজ করার দক্ষতাসম্পন্ন হইতে হইবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতাসম্পন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া যাইতে পারে।
১১। ৯৩০০-২২৪৯০/- বেতন স্মেলে “সহকারী ক্যাশিয়ার” কম্পন্রোলার অফিসের ১ (এক) টি স্থায়ী পদঃ প্রাণীকে এইচ.এস.সি সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ হিসাব নিকাশের কাজে জ্ঞান থাকিতে হইবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজ-এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া যাইতে পারে।।
১২। ৯৩০০-২২৪৯০/- বেতন স্কেলে “ড্রাইভার হালকা লাইসেন্স)” উপদেশ, প্রসারণ ও গবেষণা কার্যক্রম পরিদপ্তর (ডিএইআরএস)-এর অধীনে অটোমোবাইল শপের ১টি স্থায়ী পদ প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশসহ হালকা/ভারী গাড়ী চালানোর লাইসেন্সধারী হইতে হইবে এবং গাড়ী মেরামতের কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৩। ৯০০০-২১৮০০/- বেতন স্কেলে “ল্যাবঃ এটেনডেন্ট” জিডপাস-এর ১টি স্থায়ী পদ প্রার্থীকে এইচ.এস.সি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সসহ কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৪। ৯০০০-২১৮০০/- বেতন স্কেলে “শপ এটেনডেন্ট” উপদেশ, প্রসারণ ও গবেষণা কার্যক্রম পরিদপ্তর (ডিএইআরএস)-এর অধীনে ইন্সটুমেন্ট ওয়ার্ক শপের ১টি স্থায়ী পদ প্রার্থীকে এইচ.এস.সি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৫। ৮৫০০-২০৫৭০/- বেতন স্কেলে “লাইব্রেরী এটেনডেন্ট” (ক) কেন্দ্রীয় লাইব্রেরীর ২ (দুই) স্থায়ী পদ এবং (খ) কেমিকৌশল বিভাগের ১ (এক) টি স্থারী পদ, প্রার্থীকে এস.এস.সি পাশসহ লাইব্রেরীর কাজে কমপক্ষে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে।
১৬। ৮৫০০-২০৫৭০/- বেতন স্কেলে “অফিস এটেনডেন্ট” দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট-এর ১ (এক) টি স্থায়ী পদ। এস.এস.সি পাশসহ অফিসের ১ (এক) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে।
১৭। ৮২৫০-২০০১০/- বেতন স্কেলে “এম.এল.এস.এস” (ক) শহীদ স্মৃতি হলের ২ (দুই) টি স্থায়ী পদ এবং (খ) অফিসের ১ (এক) টি স্থায়ী পদ প্রার্থীকে জেএসসি/সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন হইতে হইবে।
১৮। ৮২৫০-২০০১০/- বেতন স্কেলে “গার্ড” শহীদ স্মৃতি হলের ১ (এক) টি স্থায়ী পদ ৫ প্রার্থীকে জেএসসি/সমমানের পরীক্ষায় পাশসহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। রাইফেল চালানোর অভিজ্ঞতা থাকিলে ভাল হয়। বয়স ১৮-৩৫ বৎসর। অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারীর জন্য বয়স শিথিলযোগ্য।
১৯। ৮২৫০-২০০১০/- বেতন স্কেলে “ভেহিক্যাল হেলপার” ডিএইআরএস অধীন অটোমোবাইল শপের ১ (এক) টি স্থায়ী পদ প্রার্থীকে জেএসসি/সমমানের পরীক্ষায় পাশসহ সংশ্লিষ্ট লাইনে ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হইতে হইবে।

বিস্তারিত তথ্যের জন্য বুয়েট ওয়েব সাইটে দেখা যাইতে পারে অথবা বুয়েটের নোটিশ বোর্ডে খোঁজ নেওয়া যাইতে পারে।