বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-BANGLADESH PROTIBONDHI KOLLAN TRUST JOB CIRCULAR 2022 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট সরকারি কিনা জানতে চেয়েছেন। তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন, কারণ নিচে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২২ আবেদন ফরম দিয়ে দিয়েছি। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২২
আপনি কি প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট-এ চাকরি করতে চান বা আপনি যদি প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনার যদি আবেদনের যোগ্যতা থাকে অথবা আপনি যদি এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাসিন্দা হোন, তাহলে এখনি বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা মোতাবেক আবেদন করে ফেলুন। আমরা বিজ্ঞপ্তিতে আবেদন করার সকল নিয়ম-কানুন, পদের নাম, পদের মোট সংখ্যা, বয়সসীমা, মাসিক বেতন স্কেল, আবেদনের মাধ্যমসহ আবেদন শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করে দিয়েছি। তারপরও অনাকাংখিত ভুল এড়ানোর জন্য নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট
- অফিসিয়াল সাইটঃ https://bpktbd.org
- আবেদনযোগ্য জেলাঃ সব জেলা
- চাকরির ধরনঃ বেসরকারি
- পদের সংখ্যাঃ ৭টি পদে ১৯৪৪ জন
- বয়সের সীমাঃ ১৮-৪৫ বছর
- আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-মাস্টার্স
- আবেদনের শেষ সময়ঃ ১৪-০৭-২০২২ ইং
- আবেদনের করা যাবেঃ ডাকযোগে
- আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নামঃ বিভাগীয় সমন্বয়ক
পদ সংখ্যাঃ ৮ টি
বেতনঃ ৩৫০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতাঃ স্নাতকোত্তর
২। পদের নামঃ জেলা এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ৩০০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
যোগ্যতাঃ স্নাতকোত্তর
৩। পদের নামঃ উপজেলা অফিসার
পদ সংখ্যাঃ ৩০০ টি
বেতনঃ ২১০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতাঃ স্নাতক পাশ
৪। পদের নামঃ মাঠকর্মী/প্রতিনিধি
পদ সংখ্যাঃ ৮০০ টি
বেতনঃ ১২৫০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক
৫। পদের নামঃ সহকারী মাঠকর্মী/প্রতিনিধি
পদ সংখ্যাঃ ৭০০ টি
বেতনঃ ১০০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক পাশ
৬। পদের নামঃ অফিস সহায়ক/পিয়ন
পদ সংখ্যাঃ ১০২ টি
বেতনঃ ৯০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি/মাধ্যমিক
৭। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ১৪ টি
বেতনঃ ৯০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি/মাধ্যমিক
আবেদন এর ঠিকানাঃ বরাবর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বি.পি.কে.টি), বাড়ী নং-১৪, রােড-নং-০৬, সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

এখনি দেখুন-
- বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির খবর ২৭/০১/২০২৩ ইং
- ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (খালিপদ ৪৫টি)
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ২০২২ আবেদন ফরম
পদের নাম, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বর্ণনা, অভিজ্ঞতা, কোন জেলা / বিভাগ কাজ করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বাড়ীনং-১৪ (নীচ তলা), রোড-নং-০৬, সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬ । এর বরাবরে নিজহস্তে লিখিত দরখাস্ত / ওয়েব সাইটে রক্ষিত নির্দিষ্ট আবেদন ফরম/নিচে দেয়া ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে।

সদ্য তোলা পাসপোর্ট সাইজ ০৩ (তিন) কপি ছবি, পরীক্ষার ফিবাবদ ১নং পদের জন্য ৫০০/- টাকা, ২নং পদের জন্য ৩০০/- টাকা, ৩নং থেকে ৫নং পদের জন্য ২০০/- টাকা, এবং ৬ – ৭নং পদের জন্য ১৫০/- টাকা অফেরত যোগ্য, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বেগম রোকেয়া স্বরনী শাখা, মিরপুর, ঢাকা, সোনালী ব্যাংক লিমিটেড যার চলতি হিসাব নং- ৪৪৩৯৬০২০০০৮৮৬ এর অনুকূলে টাকা জমা / পে-অর্ডার রশিদের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে
আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০/- টাকার ডাক টিকেট সম্মলিত ১০.৫*৪.৫ ইঞ্চি সাইজের অ-ব্যবহারিত ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । খামের উপরে পদের নাম, আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখে হেড অফিসের ঠিকানায় । শুধুমাত্র জিপিও ডাক যোগে আগামী ১৪/০৭/২০২২ইং তারিখের মধ্যে পাঠাতে হবে।
আমাদের এই সরকারি বেসরকারি চাকরির ওয়েবসাইটে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও সকল ধরণের চাকরি খবর সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া।
আপনি যদি প্রতিদিনের সকল নতুন চাকরির নিয়োগ সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে আমাদের সাইটে (https://govjobscircular.com) নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আপনার আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে।
Is private company also require money for the job
প্রজেক্ট শেষ হলে কি চাকরি ও শেষ হয়ে যাবে
পরীক্ষা কি ঢাকায় হবে
সম্ভাবনা বেশি ঢাকায় হওয়ার
আসসালামু আলাইকুম, নিয়োগে যেসব জেলা দেওয়া হয়ছে ঐখান থেকে জেলা পছন্দ করতে হবে
Amar bous 18bochor chakre ta jok thoa jaba
এটি কি ভুয়া নাকি সত্যি কমেন্ট করে জানান।
যাচাই করে নেন স্যার
আমিও তাই ভাবতেছি ভুয়া নাকি আবেদনে টাকা চেয়েছে।
চাকরি বয়স হয়েছে কিন্তু ভোটার হয়নি জন্ম সনদ আছে তাহলে কি আবেদন করা যাবে?
Vai amro akoi problem…….. Akhn amra ki abedn korte parbo…….?????
Plz ans me…..?
আমিও তাই ভাবতেছি ভুয়া নাকি আবেদনে টাকা চেয়েছে।
৫নং পদের পরীক্ষা কোথায় হবে
আসসালামু আলাইকুম, নিয়োগে যেসব জেলা দেওয়া হয়ছে ঐখান থেকে জেলা পছন্দ করতে হবে
কুরিগ্রাম জেলার অফিস এর ঠিকানাটা কি জানতে পারি?
আপনারা কেই দরখাস্ত করবেন না কারন অফিসের ঠিকানা ভুল। ব্যাংকে কেউ টাকা জমা দিবেন না। আমার মোবাইল নম্বর ০১৭২৪২০৪৮৩৩
আমি নীলফামারী জেলা মৃক ও বধির সংঘে জেলা আহবায়ক। আমি অফিসের ঠিকানা খুজতে গিয়ে ছিলাম পাইনি আমি বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান মহোদয় সাথে কথা বলেছি
Vai,,, apni office kuthay khujecen?
আমি নীলফামারী জেলা মৃক ও বধির সংঘের জেলা আহবায়ক আমি খোজখবর নিয়ে ছিলাম তারা যে অফিসের ঠিকানা ব্যাবহার করেছে সে খানে কোন অফিস নাই। পারলে আমার সাথে যোগাযোগ করেন আমার মোবাইল নম্বর ০১৭২৪২০৪৮৩৩
মনে হয় ভোয়া কারন অফিশিয়াল আবেদন ফরমের ঠিকানার সাথে কোন মিল নেই
আবেদন ফর্মের সাথে কি কি কাগজ পত্র দিতে হবে,,,জানাবেন একটু
Vai amro akoi problem…….. Akhn amra ki abedn korte parbo…….?????
Plz ans me…..?
এই সারকুলারটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা জানতে চাই।
দৈনিক ইত্তেফাক
নিজ জেলায়
ভাই কোন পত্রিকায় প্রকাশিত কত তারিখ কেউ বলবেন।
অনলাইনের আবেদন ফরম টা পাচ্ছি না।আর অয়েব সাইটেও ঢুকা যাচ্ছে না,
এর সমাধান কী???
১৪ তারিখ শেষ আবেদন কিভাবে পে-অর্ডার করা যাবে অফ ডে তে
ভাইয়ারা আমার আবেদন ফেরত আচ্ছে ঢাকা থেকে বোলছে ওই ঠিকানায় কোন অফিস নেই।
ভাই আপনারা কেউ আবেদন কোরলে একটু জানান।
যাচাই না করে আবেদন করবেন না, প্লিজ
এখনো আবেদন ফেরত পাইনি? কীভাবে পাবো বা জানবো আসবে বা আসছে?
আমার আবেদন ফেরত আসছে। ওই ঠিকানা ভুয়া কোন অফিস নাই।
এ প্রতিষ্ঠান প্রে অর্ডারের নামে টাকা গুলো হাতিয়ে নিয়েছে এবং এ ঠিকানায় কোন প্রতিষ্ঠান নাই। ফেরত আসছে