বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Rate this post

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Bangladesh Karigori Shikkha Odhidoptor Job Circular 2022 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (http://techedu.gov.bd) নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ ২০২২

কারিগরি শিক্ষা অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)” প্রকল্পে বর্ণিত পদে প্রকল্পের মেয়াদকালীন (ডিসেম্বর ২০২৪) জনবল নিয়োগ করা হবে। এ উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিন্সবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • অফিসিয়াল সাইটঃ http://techedu.gov.bd
  • আবেদনযোগ্য জেলাঃ সব জেলা
  • চাকরির ধরনঃ সরকারি স্থায়ী
  • খালিপদঃ ০১টি পদে ০১ জন
  • বয়সসীমাঃ ১৮-৩০ বছর
  • আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ
  • আবেদনের শেষ সময়ঃ ১৬-০৬-২০২২ ইং
  • আবেদনের করা যাবেঃ ডাকযোগে
  • আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
শূণ্যপদঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমানের ডিগ্রিসহ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে
বেতন স্কেলঃ ৯.৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের ঠিকানাঃ প্রকল্প পরিচালক, “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)” প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর (৫ম তলা, কক্ষ নং-৫১২), এফ-৪8/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর ঢাকা-১২০৭

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

এখনি দেখুন-

Bangladesh Karigori Shikkha Odhidoptor Job Circular 2022

০১। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকুরির নির্ধারিত ০১ (এক) পাতার আবেদন ফরম নিজ হাতে পুরণ করে অথবা কম্পিউটারে কম্পোজের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইট হতে চাকুরির আবেদন ফরমটি ডাউনলোড করা যাবে।

০২। আবেদনপত্রের সাথে নিচে দেয়া কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে-

(ক) সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, দক্ষতা/অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং সম্প্রতি তোলা ০৪ (চার) কপি রঙিন পাসপোর্ট সাইজেরণ সত্যায়িত ছবি।

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকতু সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

(ঘ) প্রকল্প পরিচালক, “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)” প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবরে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা কোড নম্বর “১-৩৭০৩-০০০০-২০৩১ এ বাংলাদেশ ব্যাংক/বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সোনালী ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের মূলকপি আবেদনপত্রের সাথে সংঘুক্ত করতে হবে।

(ঙ) খামের উপরে পদ ও পত্র প্রাপ্তির ঠিকানা লেখা ১০ (দশ) টাকা মূল্যমানের ডাকটিকেটসহ অব্যবহৃত ফেরত খাম সংঘুক্ত করতে হবে।

০৩। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৪। আবেদনপত্র ১৬/০৬/২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রকল্প পরিচালক, “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)” প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তর (৫ম তলা, কক্ষ নং-৫১২), এফ-৪8/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর ঢাকা-১২০৭, বরাবরে ডাকযোগে/সরাসরি পৌছাতে হবে। অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্রসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫। ৩০/০৪/২০২২ তারিখে আবেদকারীর বয়স ১৮ হতে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০৬। সরকারি বিধি মোতাবেক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

০৭। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

০৮। প্রার্থীকে (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

০৯। যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারিখ ও স্থান সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ফেরত খামে বর্ণিত ঠিকানায় প্রেরণ করা হবে।

১০। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১। বর্ণিত শর্তাবলির যে কোন অংশ সংশোধনসহ আবেদনপত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১২। উপরে উল্লিখিত হয়নি এরূপ ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধানাবলি প্রযোজ্য হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *