বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Bangladesh Customs Job Circular 2023 বের হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কাস্টমস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ৪৮টি পদে নতুন এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ কাস্টমস জব সার্কুলার এর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আমরা এখানে বিজ্ঞপ্তিটি উপস্থাপন করেছি। এই নিয়োগ সার্কুলারের মাধ্যমে আপনি সহজেই চাকরির আবেদন করতে পারবেন। চাকরির প্রার্থী হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ কাস্টমস অফিসে আবারো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭টি পদে সিপাই সহ মোট ৪৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের নির্ধারিত জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরি দাতা প্রতিষ্ঠানঃ কাস্টম কমিশনারেট
- অফিসিয়াল সাইটঃ http://customs.gov.bd
- আবেদনযোগ্য জেলাঃ নির্দিষ্ট জেলা
- চাকরির ধরনঃ সরকারি স্থায়ী
- খালিপদঃ ১১টি পদে ৪৮ জন
- বয়সসীমাঃ ১৮-৩০ বছর
- আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি-স্নাতক
- আবেদনের শেষ সময়ঃ ১২-০৪-২০২৩ ইং
- আবেদনের করা যাবেঃ অনলাইনে
- আবেদনের ঠিকানাঃ নিচে দেখুন
কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2023 নতুন
কাস্টম হাউস ঢাকা- এর রাজস্বখাতভূক্ত ১১ ক্যাটাগরির মোট ৪৮টি পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করার নিয়মঃ আগ্রহী প্রার্থীদের আবেদনের ওয়েবসাইটে (http://dch.teletalk.com.bd) ছবি-সাইনসহ আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।\

কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট- এর রাজস্বখাতভূক্ত ৭ ক্যাটাগরির মোট ৪৩টি পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
শূণ্যপদের নামঃ সাঁটলিপিকার কম্পিউটার অপারেটর
পদের সংখ্যাঃ ০১ জন
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের হতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।
শূণ্যপদের নামঃ উচ্চমান সহকারি
পদের সংখ্যাঃ ৪ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের হতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।
শূণ্যপদের নামঃ ক্যাশিয়ার
পদের সংখ্যাঃ ১ জন
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
শূণ্যপদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ১৫ জন
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
পদের নামঃ গাড়ীচালক
পদের সংখ্যাঃ ৪ জন
বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/এসএসসি পাশ
পদের নামঃ সিপাই
পদের সংখ্যাঃ ৯ জন
বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/এসএসসি পাশ
শূণ্যপদের নামঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ৯ জন
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক ডিগ্রী।
আবেদন করার নিয়মঃ আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট-এর আবেদনের ওয়েবসাইটে (http://crmc.teletalk.com.bd) ছবি-সাইনসহ আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

এখনি দেখুন-
- কাস্টম হাউস বেনাপোল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-৯৪ জনকে নিয়োগ দেবে
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-DPDT Job Circular 2023
- বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-BSTFT Job circular 2023
- বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশ কাস্টমস নিয়োগ ২০২৩
আপনি কি বাংলাদেশ কাস্টমস-এ চাকরি করতে চান বা আপনি যদি বাংলাদেশ কাস্টমস এর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনার যদি আবেদনের যোগ্যতা থাকে অথবা আপনি যদি এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাসিন্দা হোন, তাহলে এখনি বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা মোতাবেক আবেদন করে ফেলুন।
আমরা বিজ্ঞপ্তিতে আবেদন করার সকল নিয়ম-কানুন, পদের নাম, পদের মোট সংখ্যা, বয়সসীমা, মাসিক বেতন স্কেল, আবেদনের মাধ্যমসহ আবেদন শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করে দিয়েছি।
আমাদের এই সরকারি বেসরকারি চাকরির ওয়েবসাইটে বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও সকল ধরণের চাকরি খবর সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে।
আপনি যদি প্রতিদিনের সকল নতুন চাকরির নিয়োগ সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে আমাদের সাইটে (https://govjobscircular.com) নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আপনার আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে।
Cashier
Sir… Computer operator salary koto ??
আমি এসএসসি পাস করচি, আমার পয়েন্ট ২.৬৩ আমার উচ্চতা ৫ পুট ৪ ইঞ্চি আমি এখন আমি কোন পদে চাকরি পেতে পারি
স্যার আমার হালকা ডাইভিং লাইসেন্স আছে গাড়ি চালক হিসেবে চাকরি করতে চাই
স্যার আমার হালকা লাইসেন্স আছে। আমি সেপ থেকে ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং শিখেছি
Bogura theke ki driving a apply kra jabena pls janaben
আমি খুব অসহায় আমার একটা চাকরি দরকার
আমি HSC তে জি পি এ ৪.৫৮ পেয়েছি
বয়স ১৯ বছর ৪ মাস
উচ্চতা ৫ফিট ৭
আমার যোগ্যতায় আমি কোন চাকরীটি পেতে পারি?
Ssc পরিখা দিছি অমার বয়স ১৬বছর তিন মাস অমি কোন চাকরি পাবো
Na, Minimum 18 Years Lagbe
সিপাহী পথ কাস্টম এসএসসি এবং এইচএসসি পাস করেছি। আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
Dear sir.
বাংলাদেশ কাষ্টমস সিপাহি পদে চাকরি করার খুব ইচ্ছে
উচ্চতা ঃ৫ফুট ৪ ইঞ্চির উপরে
GPA
Ssc:3.22
Hsc:3.67
আমাকে এখন কি পদক্ষেপ গ্রহণ করতে হবে
এসএসসি পয়েন্ট ২.৫০ এইচএসসি পয়েন্ট ২.৭৫
পরিক্ষা কি ঢাকাতে বসে হবে নাকি নিজ নিজ জেলায় বসে?
জে এস সি ৩.৪০ এস এস সি এখনো পাইনি
নিজ জেলা
জে এস সি ৩.৪০ এস এস সি এখনো পাইনি
উচ্চতা ৫.৪ ইঞ্চি
আমি
জে এস সি পাস করছি ২০১৬ তে
পয়েন্ট ৪.৪২
উচ্চতা ঃ ৫.৬ ইঞ্চি
পারিবারিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারি নাই বাট আমার একটা চাকরির দরকার আমার যোগ্যতা অনুযায়ী যদি চাকরি পাই তাহলে আমার জন্য খুব ভালো হতো
কোন পদের জন্য আবেদন ফি এর সাথে চা নাস্তার খরচ কত করে দিতে হবে সেটাও উল্লেখ করে দিলে ভালো হত। যেমন: 112টাকা+12 লাখ, মোট খরচ হতে পারে=12,00,112 টাকা
Dear sir,
বাংলাদেশ কাস্টমস পদে চাকুরী করতে চাই আমি,
উচ্চতাঃ ৫,ফিট ৫
বয়সঃ১৯
যোগ্যতাঃএসএসি পাস ৩,৬৫
৷৷৷৷৷৷৷৷৷ ৷৷ এসএইচি র্যনিং ফ্রেবুয়ারি মাসে রেজাল্ট বের হবে
আসসালামু আলাইকুম ।
আমি সিপাহী পদের চাকরি করতে চাই আমার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগতা যোগ্যতা আমি HSC পাস বয়স ১৮। উচ্চতা ৫.৫
আসসালামু আলাইকুম। আমি সিপাহি পদের চাকরি করতে চাই,,আমার শিক্ষাগত যোগ্যতা,, আমি HSC পাশ,, আমার জিপিএ ৪.২৭,,,আমার বয়স ২১,,উচ্চতা ৫.৪”
Vaiya castom ar math kothai hoi
আসসালামুয়ালাইকুম
বাংলাদেশ কাস্টমস পদে চাকরি করতে চাই
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ৪.০০/ ২০২১
বয়স২১ উচ্চতা৫.৪
I need gov job plz help.
I am from gopaljong
আসসালামু আলাইকুম স্যার।
আমার নাম :মনির হোশেন
আমার উচ্চতা: ৫.৭”
বয়স :১৯
আমার ওজন :৫৩ কেজি,
জোগ্যতা : এসএসসি পাশ।
আল্লাহ হাফেজ স্যার।
আসসালামুয়ালাইকুম
বাংলাদেশ কাস্টমস পদে বিবাহিত রা কি চাকরি করতে পারবে
all jobs circular update please
Assalamualaicum sir !
Name : MD TAMMIM ISLAM SHUVO
Height : 5.4″
Age : 19 years 6 months
Weight : 56 kg
Qualification : HSC 21 (2022 passed)
Thankyou
I am Hashem Ali education HSC age 22 year
আসসালামু আলাইকুম স্যার
আমার নাম: আমজাদ হোসেন
আমার উচ্চতা : ৫ পুট ১০ ইন্চি
আমার বয়স:২৩ বছর
আমি SSC পাশ
আসসালামু আলাইকুম স্যার আমি মোহাম্মদ আহমদ হোসেন আমি প্রায় ১০ বছর যাবত হেবি গাড়ি চালাই আমি এইট পাশ আমি চাকরি করতে চাই
আসসালামু আলাইকুম স্যার আমি দশ বছর যাবত হেবি গাড়ি আমার হেভি ড্রাইভিং লাইসেন্স আছে আমার উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি আমি এই পাশ